সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে ৯ জনপ্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- আপডেট সময় : ০৭:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ৫৯৪ বার পড়া হয়েছে
উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন।
প্রার্থীরা হলেন চয়ন ইসলাম আওয়ামী লীগ, হালিমুল হক মীরু (স্বতন্ত্র ), মোজাম্মেল হক (জাসদ) রেজাউর রশীদ খান, মোক্তার হোসেন (জাতীয় পার্টি) (ওয়াকার্স পার্টি) তারেকুল ইসলাম (তৃনমুল বিএনপি), রেজাউল করিম বিপ্লব (জাকের পার্টি) মোহাম্মদ শামীম (বিএনএম) কাজী মোঃ আলামিন (বাংলাদেশ সুপ্রীম পার্টি) দিন শেষে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ কামরুজ্জামান ৯ জন প্রার্থীর মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শাহজাদপুর পৌর সভার সাবেক মেয়র ও সাবেক জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক হালিমুল হক মীরু আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
এ দিকে মনোনয়ন জমা দেয়াকে কেন্দ্র করে সকাল থেকেই গোটা উপজেলা অনেকটা উৎসবে পরিনত হয়। সকাল ১১ টার পর থেকে নিজ নিজ কর্মী সমর্থক দের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসেন এবং পর্যায়ক্রমে মনোনয়ন জমা দেন ।