সিরাজগঞ্জ-৩ আসনে আ.লীগের মনোনয়ন জমা দিলেন সঞ্জিত কর্মকার
- আপডেট সময় : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ৬৫৮ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে সিরাজগঞ্জ-৩ আসনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সঞ্জিত কর্মকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি।
সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সঞ্জিত কর্মকার বলেন, আমি সিরাজগঞ্জ-৩ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করি আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা তৃনমুলের ত্যাগী হিসেবে আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো। সিরাজগঞ্জ-৩ আসনের মানুষ আমার সঙ্গে আছেন।
তিনি আরও বলেন, আমি সিরাজগঞ্জ-৩ আসনের নির্বাচনী এলাকার মানুষের সেবায় অনেক কাজ করেছি। দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে জনগণের সেবাই হবে আমার মূল লক্ষ্য। সবসময় এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং থাকবো।
বাখ//আর