ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর ওপরে বাস ট্রাক সংঘর্ষে নিহত- ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৬৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপরে বাস ট্রাকের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১০জন। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫ টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩নং পিলারের কাছে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর সোয়া ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। এঘটনায় আহত হন আরও ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজন ও আহত ১০ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যানজট এড়াতে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি,দুর্ঘটনার পরপরই সেখান দ্রুত চলে যায়।

এব্যাপারে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনার ঘটনায় নিহত হওয়া তিনজনের মরদেহ মর্গে রাখা আছে। তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তিনজন গুরুতর অবস্থায় ভর্তি আছেন। তবে তারা এখন শঙ্কামুক্ত।

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর ওপরে বাস ট্রাক সংঘর্ষে নিহত- ৩

আপডেট সময় : ১২:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপরে বাস ট্রাকের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১০জন। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫ টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩নং পিলারের কাছে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর সোয়া ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। এঘটনায় আহত হন আরও ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজন ও আহত ১০ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যানজট এড়াতে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি,দুর্ঘটনার পরপরই সেখান দ্রুত চলে যায়।

এব্যাপারে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনার ঘটনায় নিহত হওয়া তিনজনের মরদেহ মর্গে রাখা আছে। তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তিনজন গুরুতর অবস্থায় ভর্তি আছেন। তবে তারা এখন শঙ্কামুক্ত।

বাখ//আর