সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে আমিনুল ইসলাম খান বিজয়ী
- আপডেট সময় : ০৭:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ৪৩০ বার পড়া হয়েছে

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
জেলা পরিষদ নির্বাচন সারাদেশে মোট ৫৭টি জেলা অনুষ্ঠিত হয়েছে । ১৭ অক্টোবর (সোমবার) সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ৩নং ওয়ার্ডের কেন্দ্র কামারখন্দ উপজেলা সদর অবস্থিত জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। ভোট গ্রহণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে। কামারখন্দে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্র নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা পরিষদের ৩নং ওয়ার্ড কামারখন্দ ৪টি ইউনিয়ন ও উল্লাপাড়া ৪টি ইউনিয়ন নিয়ে এই অঞ্চলের সদস্য পদে কামারখন্দ ২নং ঝাঐল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পদক আমিনুল ইসলাম খান (বৈদ্যুতিক পাখা) ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামারুল হাসান (হাতি) পেয়েছেন ৩৯ ভোট। মোট ভোটার সংখ্যা ১০৬টি। এছাড়াও ওয়ার্ডে ১০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই কেন্দ্রে অন্যান্য প্রতিদ্বন্দ্বিরা পেয়েছেন সুমাইয়া পারভীন ঘড়ি প্রতিক ০৫, আশিক আহম্মেদ তালা প্রতিক ০১, আব্দুল আজিজ সরকার টিউবয়েল প্রতিকে ০০ ভোট পেয়েছেন। বেসরকারি ভাবে ফলাফলের ভিত্তিতে আমিনুল ইসলাম খান (বৈদ্যুতিক পাখা) মার্কা বিজয়ী হয়েছে। ভোটকেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার ও র্যা বের একটি করে স্ট্রাইকিং ফোর্স সদস্যরা মোতায়েনের ছিল । ভোটার বলেন, এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে ভোট প্রয়োগ করেছি। এতে ভোট দেওয়া খুবই সহজ, ঝামেলাই নাই। ইভিএম ভোট দিতে পেরে আমরা আনন্দিত। জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন কামারখন্দ উপজেলার একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল, সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন ও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ শহিদুল্লাহ ইসলাম। ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং কর্মকর্তা কামারখন্দ উপজেলার একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল।