নিজস্ব প্রতিবেদক :
র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের নিউমার্কেটস্থ জনৈক মোঃ জাকির হোসেনের কাপড়ের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার রেহাইচরের আব্দুস সালামের স্ত্রী সানজিদা বেগম (৩০) ও পাবনা জেলার সাঁথিয়া উপজেলার নিকুরাহ এলাকার ইদ্রিস আলীর ছেলে হুমায়ুন করিব (৩৮)।
র্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। র্যাবের মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
বা/খ: এসআর।