সিরাজগঞ্জে ১১৯ বোতল ফেন্সিডিলসহ আটক ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ৪৪৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সদরে ১১৯ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সেইসাথে মাদক বিক্রিতে ব্যাবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
১৭ অক্টোবর বিকেল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র সদর কোম্পানী এবং স্পেশাল কোম্পানীর যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কালীয়া হরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৯ (একশত ঊনিশ) বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার নিকট থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী মোঃ নোমান সাদিক (২৩) সিরাজগঞ্জ সদর থানার পাইকপাড়া গ্রামের মোঃ নাছির উদ্দিনের সন্তান।
র্যাব জানিয়েছে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।