সিরাজগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ ৩ ডাকাত আটক
- আপডেট সময় : ০৩:১৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ৪০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ সদর ও বেলকুচি এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ অক্টোবর বিকেলে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ পুলিশের একটি চৌকস দল। এসময় ডাকাতদের কাছে থেকে ২ টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসকল তথ্য জানান পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার)। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জিধুরী উত্তর পাড়া গ্রামের সোবহান প্রামাণিকের ছেলে মন্তাজ আলী প্রামানিক (২৮), মাইঝাইল রান্ধুনীবাড়ী গ্রামের গোলজার হোসেনের ছেলে আলী হাসান (২৭) এবং চরনবীপুর কান্দাপাড়া গ্রামের রহমানের ছেলে লিখন (২২)। পুলিশ সুপার আরো জানান, এসব আগ্নেয়াস্ত্র দিয়ে তারা নিয়মিত সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রম চালায়। ঘটনার দিনে তারা সমেশপুরে ৬ জনের একটি দল একত্রিত হয়ে রান্ধুনীবাড়ী বাজারের একটি বিকাশের দোকানে ডাকাতির পাশাপাশি রাজাপুর ইউনিয়নের ১ জন বিশিষ্ট ব্যক্তিকে গুলি করে হত্যার পরিকল্পনা করে। পুলিশ সুপার আরো জানান, ডাকাত দলের সর্দার মন্তাজ জেলার বিভিন্ন জায়গায় ডাকাতি, ছিনতাই এবং চুরির ঘটনার সাথে জড়িত। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।