সিরাজগঞ্জের দুই থানার ওসিকে একসাথে বদলি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ৪১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজশাহী রেঞ্জ এর ডিআইজি মোঃ আব্দুল বাতেনের স্বাক্ষর করা অফিসিয়াল আদেশে তাদের বদলি করা হয়।
রায়গঞ্জ থানা পুলিশের ওসি রফিকুল ইসলামকে পাবনায় এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ওসি মোসাদ্দেক হোসেনকে বগুড়ায় বদলির আদেশ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সামিউল আলম জানিয়েছেন, ‘তাদেরকে জনস্বার্থে বদলি করা হয়েছে।’