আন্তর্জাতিক ডেস্ক: প্রবল তুষারপাতের ফলে সিকিমে আটকা পড়েছে বহু পর্যটক। ৮৯টি গাড়িতে প্রায় ৯০০ পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (শনিবার) বিকেল থেকে সিকিমের আবহাওয়া খারাপ হতে শুরু করে। ফলে পূর্ব সিকিমের নাথুলা ও ছাঙ্গুতে আটকে পড়েন পর্যটকেরা। রাতেই সেনাবাহিনীর উদ্ধারকারী দল রওনা দেয় ওই এলাকাতে এবং এ পর্যন্ত ১৫টি গাড়ি উদ্ধার করা হয়েছে। রাত ১১টার মধ্যে অনেককে উদ্ধার করে ৪২ কিলোমিটার দূরে গ্যাংটকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে এখনও বহু পর্যটক সেখানে আটকে রয়েছেন বলে জানানো হয়েছে।
দেশটির প্রশাসন সম্প্রতি কয়েক দিনের জন্য সিকিমের নাথুলা এবং সোমগোতে পর্যটকদের জন্য পাস দেওয়া বন্ধ করেছে। পূর্ব সিকিমে প্রবল তুষারপাতের কারণে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।