ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সারাদেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • / ৪৫৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাম্প্রতিক ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও জড়িতদের বিচারের দাবিতে রাজধানীসহ সারাদেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছে বিএনপি।

বিকেলে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে অবস্থান সমাবেশ। এছাড়াও সকাল থেকেই নগরীর বিভিন্নস্থানে গণসংযোগ ও অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় অবিলম্বে শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে হবে আজকের মূল কর্মসূচি।

এর আগে বৃহস্পতিবার সকালে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ ও গণসংযোগ করে নগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গুলিতে নিহত এক রিকশাচালকের পরিবারকে সহায়তা দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকল হত্যাকান্ডের বিচার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গুলিস্তান জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এসময় দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা দেন।

এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সকল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় জানান ছাত্রনেতারা।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছে বিএনপি

আপডেট সময় : ০৪:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

সাম্প্রতিক ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও জড়িতদের বিচারের দাবিতে রাজধানীসহ সারাদেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছে বিএনপি।

বিকেলে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে অবস্থান সমাবেশ। এছাড়াও সকাল থেকেই নগরীর বিভিন্নস্থানে গণসংযোগ ও অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় অবিলম্বে শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে হবে আজকের মূল কর্মসূচি।

এর আগে বৃহস্পতিবার সকালে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ ও গণসংযোগ করে নগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গুলিতে নিহত এক রিকশাচালকের পরিবারকে সহায়তা দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকল হত্যাকান্ডের বিচার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গুলিস্তান জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এসময় দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা দেন।

এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সকল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় জানান ছাত্রনেতারা।