নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার মিরপুর রোডে একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে আগুনও ধরে যায়। এতে ভবনটি আংশিক ধসে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ভবনের দেয়াল ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (৫ মার্চ) ১০টা ৫২ মিনিটে দুর্ঘটনা (বিস্ফোরণ) ঘটে। সেখানে কয়েক মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে পলাশী, ধানমন্ডি টহল এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনসহ মোট চারটি ইউনিট চেষ্টা চালিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন বেলা ১১টা ১৩ মিনিটে নিয়ন্ত্রণে আনে।
তিনতলা এই ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলায় বেশ কয়েকটি কাপড়ের দোকান রয়েছে। এছাড়াও এর পাশেই সুউচ্চ আবাসিক ভবন ও প্রিয়াঙ্গন শপিংমল রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে পুরো এলাকায় গ্যাসের তীব্র গন্ধ ভেসে আসে। বিস্ফোরণে দেয়ালের ইট ও কাঁচ ছিটকে সড়কে পড়ে। এতে করে ফুটপাতে থাকা পথচারী ও সিএনজিচালকসহ কয়েকজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর সাইন্সল্যাবে একটি ভবনে আমরা আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, ঠিক কী কারণে ভবনে আগুন লেগেছে সে বিষয়ে এখনও জানা যায়। তবে কেউ কেউ বলছে গ্যাসের সিলিন্ডার বা এসি বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন জানিয়েছেন, হঠাৎ করে এমন শব্দ হওয়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। সবাই আশপাশের ভবন থেকে নেমে যান।
ঘটনাস্থলের পাশের ভবনের রেস্টুরেন্টের মালিক পরিচয় দেওয়া একজন সাংবাদিকদের বলেন, আমি হঠাৎ শব্দ শুনে যখন দেখি সব ধসে পড়তেছে তখন মনে হয় সিনেমার কোনো শুটিং চলছে। কারণ শুটিংয়ে এমন ভাঙচুর, ভবন ভেঙে পড়তে দেখেছি।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. শহিদুল্লাহ বলেন, কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত তা জানা যায়নি। এখন বোম্ব জিসপোজাল টিম আসছে। কোনো আলামত যেন নষ্ট না হয় সেজন্য পুরো এলাকা সিকিউর করে রাখা হয়েছে।
তবে ভবনের বাসিন্দা ও পথচারীদের কেউ কেউ বলেছেন, পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে ওই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।