শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরক্রীয়ার জেরে রূপপুর এনপিপি নিকিমথ কোম্পানির পরিচালকের গাড়ি চালক খুন : এক নারী আটক পানির অভাবে সেচ সঙ্কটে ধুকছে বাংলাদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে : মির্জা ফখরুল ‘পরাশক্তিরা পাকিস্তানের পক্ষ নেওয়ায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’ প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক, এটা বদলাতে হবে–আ স ম রব   পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক : রাবি উপাচার্য  চিতলমারীতে ৬ টি মামলায় ১২ হাজার টাকা অর্থদন্ড মীরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১টি দোকানকে জরিমানা ৯৩টি দলের বেশিরভাগেরই কাগজপত্র ঠিক নেই: ইসি কাপ্তাইয়ে স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত  আফগানিস্তানকে ৫১ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা চেয়ারম্যান করছেন রাজমিস্ত্রীর কাজ 

‘সাদা সাদা কালা কালা’ গাইলেন চঞ্চল ও নচিকেতা

‘সাদা সাদা কালা কালা’ গাইলেন চঞ্চল ও নচিকেতা

বিনোদন ডেস্ক : 

চঞ্চল চৌধুরী অভিনীত জনপ্রিয় ছবি ‘হাওয়া’। মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল এই ছবির ‘সাদা সাদা কালা কালা’ গানটি। এবার কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা ও চঞ্চলের যৌথকণ্ঠে শোনা গেল গানটি।

শুক্রবার (৩ মার্চ) রাতে যুগলবন্দির সেই ভিডিওটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা।

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমা মুক্তি পাওয়ার পর থেকে এই গানটি দুই বাংলাতেই কুড়িয়েছে বিপুল জনপ্রিয়তা। কিছুদিন আগে নুসরাত ফারিয়ার কণ্ঠেও দর্শক শুনেছেন এই গানটি। শুধু তা-ই নয়, কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখার জন্য দর্শকের দীর্ঘ লাইন পড়েছিল।

Video thumbnail

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গলা ছেড়ে গান ধরেছেন এই দুই তারকা। ‘সাদা সাদা কালা কালা’ গানে সুর তুলছেন চঞ্চল, আর তার সঙ্গে সেই গানে গলা মেলাচ্ছেন নচিকেতা। ইতোমধ্যে ওই ভিডিও দেখে অনেক প্রশংসা করেছেন তাদের ভক্ত-অনুরাগীরা।

চঞ্চলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

পরিবার-পরিজন নিয়ে গতরাতে নচি’দা মানে নচিকেতা চক্রবর্তীর সাথে দেখা করতে গিয়েছিলাম। বাকিটা ইতিহাস.। স্মরণে রেখে দেওয়ার মত চমৎকার স্মৃতি।

আড্ডায় উপস্থিত রবি চৌধুরী, চন্দন সিনহা, কবির বকুল, বৃন্দাবন দাস, শাহানাজ খুশী, দিব্য, সৌম্য, উদয়, শান্তা, শুদ্ধ। বিশেষ মানুষ ইকবাল ভাই। গানে গানে কাটল অনেকটা সময়। অনেক গল্প তো বটেই।

বিশেষ করে দিব্য, সৌম্য, শুদ্ধকে দেখে নচি’দা খুব খুশী। ওরাও নচি’দাকে পেয়ে মহা খুশি। আমাদের সৌভাগ্য, আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি। নচি’দা, তোমার সুস্থতা কামনা করি এবং দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন।

উল্লেখ্য, কিছুদিন আগে চঞ্চল চৌধুরী সৃজিত মুখোপাধ্যায়ের আগামী সিনেমার কাজ শেষ করেছেন। সৃজিত পরিচালিত ‘পদাতিক’ সিনেমায় পরিচালক মৃণাল সেনের চরিত্রে চঞ্চলকে অভিনয় করতে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *