সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে রাজস্থলীতে স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৪৫ বার পড়া হয়েছে

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যের আলোকে তিনদিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবসে জমকানো সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে (১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার রাঙামাটি রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) শান্তনু কুমার দাশ ।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান ।
অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যানগণ, গণমাধ্যমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫টি স্টলের উন্নয়ন মেলা ১৭ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছিল। এতে অংশ গ্রহনকারী স্টলগুলি স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রদর্শনের জন্য সমাপনী দিনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলিকে পুরুস্কৃত করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি করা হয়।
বা/খ/রা