সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
বুধবার (১৮ জানুয়ারী) বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার চকনন্দনপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মিরাজুল ইসলামের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশে নিচে বসবাস করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল চারটার দিকে অসাবধানতাবশত দিনমজুর মিরাজুল ইসলামের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুনের লেলিহান শিখা বসতঘরে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি দল প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে তার দোচালা টিনের বসতঘর ও রান্নাঘর এবং ঘরে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক জানান।
এ ব্যাপারে সাঁথিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অগ্রদেবনাথ বলেন, ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে । খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি।
বা/খ: জই