ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাঁথিয়ায় পুকুরে বিষ প্রয়োগ; ৩ লাখ টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :

পাবনার সাঁথিয়ায় দু’টি পুকুরের মাছে বিষ দিয়ে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে দূর্বত্তরা।
জানা গেছে, উপজেলার পাইকরহাটি গ্রামের মৃত:মির্জা আঃ বারেকের ছেলে নজরুল ইসলাম ওই গ্রামের ব্যাঙ ডাকা খাপালের পার্শেএক বছর আগে পাচঁ বছরের চুক্তিতে তিনটি পুকুর লিজ নিয়ে মাছের চাষাবাদ করে সাবলম্বী হয়।

তার এই সফলতা দেখে ঈর্ষণীয় হয়ে গত শনিবার (১২ ই নভেম্বর) রাতের কোন এক সময় তিনটি পুকুরের মধ্যে দুইটিতেই বিষ প্রয়োগ করে দূর্বত্তরা। এতে ওই পুকুর দুটির সকল প্রকার মাছ মরে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়।
এ ব্যপারে ভুক্তভোগী নজরুল একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাঁথিয়া থানায়।

নজরুল এ প্রতিবিদককে জানায়, প্রতিদিনের মতই দিন শেষে পুকুরের দেখাসোনা করে সন্ধ্যায় আমি নিজ বাড়িতে চলে আসি।পরের দিন সকালে পুকুরে গেলে দেখতে পাই আমার পুকুরে অনেক মাছ মরে ভাষছে। যা ক্রমেই বৃদ্ধি পেথে থাকে তখন আমি ধারনা করি যে আমার পুকুরে কেউ বিষ দিয়েছে।

আমার ধারণা এই পুকুর খননের সময় আমাকে অনেকেই চাপ ভয়ভীতি ও বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে। তারাও একাজের সাথে জড়িত থাকতে পরে। আমি থানায় অভিযোগ দিয়েছি আমার বিশ্বাস আইনের মাধ্যেমেই প্রকৃত দোশীরা সাঁজা পাবে এবং আমি সঠিক বিচার পাব।

বা/খ: এস আর

নিউজটি শেয়ার করুন

সাঁথিয়ায় পুকুরে বিষ প্রয়োগ; ৩ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০৬:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক :

পাবনার সাঁথিয়ায় দু’টি পুকুরের মাছে বিষ দিয়ে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে দূর্বত্তরা।
জানা গেছে, উপজেলার পাইকরহাটি গ্রামের মৃত:মির্জা আঃ বারেকের ছেলে নজরুল ইসলাম ওই গ্রামের ব্যাঙ ডাকা খাপালের পার্শেএক বছর আগে পাচঁ বছরের চুক্তিতে তিনটি পুকুর লিজ নিয়ে মাছের চাষাবাদ করে সাবলম্বী হয়।

তার এই সফলতা দেখে ঈর্ষণীয় হয়ে গত শনিবার (১২ ই নভেম্বর) রাতের কোন এক সময় তিনটি পুকুরের মধ্যে দুইটিতেই বিষ প্রয়োগ করে দূর্বত্তরা। এতে ওই পুকুর দুটির সকল প্রকার মাছ মরে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়।
এ ব্যপারে ভুক্তভোগী নজরুল একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাঁথিয়া থানায়।

নজরুল এ প্রতিবিদককে জানায়, প্রতিদিনের মতই দিন শেষে পুকুরের দেখাসোনা করে সন্ধ্যায় আমি নিজ বাড়িতে চলে আসি।পরের দিন সকালে পুকুরে গেলে দেখতে পাই আমার পুকুরে অনেক মাছ মরে ভাষছে। যা ক্রমেই বৃদ্ধি পেথে থাকে তখন আমি ধারনা করি যে আমার পুকুরে কেউ বিষ দিয়েছে।

আমার ধারণা এই পুকুর খননের সময় আমাকে অনেকেই চাপ ভয়ভীতি ও বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে। তারাও একাজের সাথে জড়িত থাকতে পরে। আমি থানায় অভিযোগ দিয়েছি আমার বিশ্বাস আইনের মাধ্যেমেই প্রকৃত দোশীরা সাঁজা পাবে এবং আমি সঠিক বিচার পাব।

বা/খ: এস আর