// জালাল উদ্দিন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি //
পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের মাধপুর নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ট্রাক চালকের সহকারী বাবু (৪০) নামের এক ব্যক্তির। নিহত বাবু নাটোরের বড়াইগ্রাম উপজেলার মুলাডুলি গ্রামের আবুল কাশেমের ছেলে। এ সময় আহত হয়েছে আরো দুই জন। বৃহস্পতিবার (২৫মে) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পাবনাগামী রড বোঝাই একটি ট্রাকের সাথে ঢাকাগামী ভুসি বোঝাই অপর একটি ট্রাকের মাধপুর হ্ইাওয়ে পুলিশ ফাঁড়ির সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রড বোঝাই ট্রাক চালকের সহকারী বাবু নিহত হয়। এ সময় অপর ট্রাকের চালক আব্দুল লতিফ ও তার সহকারী তুহিন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পাবনা ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক অপসারণ করেন বলে জানান ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান জাকির হোসেন।
এ ব্যাপারে মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর এবং থানায় মামলার প্রক্রিয়া চলছে।