সাঁথিয়ায় এক ব্যাক্তিকে গলা কেটে হত্যা
- আপডেট সময় : ১২:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৩৪ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার চুলকাটাই মাঠের মধ্যে অজ্ঞাত (৫৫) এক ব্যাক্তিতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন। বুধবার (১৮সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই-ভায়নাপাড়া সড়কের ধান ক্ষেতের পাশে ভোরে কৃষকেরা মাঠে গেলে গলা কাটা লাশ দেখতে পান। এ সময় তাঁরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেছেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বকুল হোসেন জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ দেখি। এলাকার কেউ ব্যাক্তিটিকে চিনতে পারছেন না।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে সনাক্তের জন্য এলাকাবাসীকে দেখানো হচ্ছে কিন্ত কেউ চিনতে পারছেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।হত্যার রহস্য উদঘাটন ও লাশের পরিচয় জানার চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ ঘটনায় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং পাবনা সদর থানার এএসপি সার্কেল মাহফুজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাখ//এস