আন্তর্জাতিক ডেস্ক :
বিমানে মাতাল অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ায় ভারতের এক শিক্ষার্থীকে নিষিদ্ধ করেছে আমেরিকান এয়ারলাইন্স। শনিবার তাদের নিউ ইয়র্ক থেকে নয়া দিল্লিগামী ফ্লাইটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম আর্য ভোহরা, তার বয়স ২১ বছর। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, জন এফ কেনেডি বিমানবন্দর থেকে রওনা দেওয়া তাদের ফ্লাইট এএ২৯২কে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামার পর বিঘ্ন সৃষ্টি করা এক যাত্রীর কারণে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি হতে হয়েছিল।
ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে নিরাপদেই অবতরণ করেছিল। “নামার পর কর্মকর্তারা ওই যাত্রী যে ভয়াবহ মাতাল এবং তিনি যে বিমানটির ক্রুদের নির্দেশনা মেনে চলছেন না তা জানান। তিনি (ভারতীয় শিক্ষার্থী) বিমানের ক্রুদের সঙ্গে ধারাবাহিকভাবে তর্ক করে গেছেন, আসনে বসে থাকতে রাজি হননি এবং উড়োজাহাজ ও ক্রুদের নিরাপত্তাকে ধারাবাহিকভাবে বিপন্ন করেছেন। সূত্র : এনডিটিভি।