ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় শ্রীলঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোটর্স ডেস্ক : চলতি বছর ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। আগে থেকেই জানা, এ বিশ্বকাপ হতে চলেছে ১০ দলের। তাতে স্বাগতিক দলসহ সুপার লিগের শীর্ষ ৮ দল খেলবে সরাসরি। দুটি দলকে বাছাইপর্বের বাধা কাটিয়ে আসতে হবে।

সরাসরি অংশ নেওয়া ৮ দলের মধ্যে ৭ দলের জায়গা নিশ্চিত। বাকি এক জায়গা নিয়ে চলছে চারদলের প্রতিযোগিতা। এই চারদল হলো—দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

সেই প্রতিযোগিতা থেকেই অনেকটা পিছিয়ে গেল শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারার পর দ্বিতীয় ম্যাচটিও হাতছাড়া হলো লঙ্কানদের। বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো সিরিজের দ্বিতীয় ম্যাচ। তাতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা অনেকটাই শেষ হয়ে গেল লঙ্কানদের।

ক্রাইস্টচার্চে আজ মঙ্গলবার (২৮ মার্চ) টানা বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসই অনুষ্ঠিত হয়নি। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো দুদলকে।

এই মুহূর্তে ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলে ৯ নম্বরে আছে শ্রীলঙ্কা। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৮১। অন্যদিকে ১৯ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। আর ৮৮ পয়েন্ট নিয়ে আপাতত ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সব ম্যাচ শেষ। শ্রীলঙ্কার সামনে সুযোগ আছে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জিতে ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাওয়ার। তবুও তাদের বিশ্বকাপে খেলা নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার ওপর। এই মুহূর্তে তাদের পয়েন্ট ৭৮ হলেও হাতে ম্যাচ আছে ৫টি। সেগুলোতে তারা যদি জিতে যায় তাহলে কপাল পুড়বে শ্রীলঙ্কার ও ওয়েস্ট ইন্ডিজের। সেক্ষেত্রে বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবিয়ানদের ও লঙ্কানদের। সরাসরি খেলার আর সুযোগ হবে না শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের।

নিউজটি শেয়ার করুন

সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় শ্রীলঙ্কা

আপডেট সময় : ০৫:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

স্পোটর্স ডেস্ক : চলতি বছর ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। আগে থেকেই জানা, এ বিশ্বকাপ হতে চলেছে ১০ দলের। তাতে স্বাগতিক দলসহ সুপার লিগের শীর্ষ ৮ দল খেলবে সরাসরি। দুটি দলকে বাছাইপর্বের বাধা কাটিয়ে আসতে হবে।

সরাসরি অংশ নেওয়া ৮ দলের মধ্যে ৭ দলের জায়গা নিশ্চিত। বাকি এক জায়গা নিয়ে চলছে চারদলের প্রতিযোগিতা। এই চারদল হলো—দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

সেই প্রতিযোগিতা থেকেই অনেকটা পিছিয়ে গেল শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারার পর দ্বিতীয় ম্যাচটিও হাতছাড়া হলো লঙ্কানদের। বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো সিরিজের দ্বিতীয় ম্যাচ। তাতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা অনেকটাই শেষ হয়ে গেল লঙ্কানদের।

ক্রাইস্টচার্চে আজ মঙ্গলবার (২৮ মার্চ) টানা বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসই অনুষ্ঠিত হয়নি। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো দুদলকে।

এই মুহূর্তে ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলে ৯ নম্বরে আছে শ্রীলঙ্কা। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৮১। অন্যদিকে ১৯ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। আর ৮৮ পয়েন্ট নিয়ে আপাতত ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সব ম্যাচ শেষ। শ্রীলঙ্কার সামনে সুযোগ আছে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জিতে ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাওয়ার। তবুও তাদের বিশ্বকাপে খেলা নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার ওপর। এই মুহূর্তে তাদের পয়েন্ট ৭৮ হলেও হাতে ম্যাচ আছে ৫টি। সেগুলোতে তারা যদি জিতে যায় তাহলে কপাল পুড়বে শ্রীলঙ্কার ও ওয়েস্ট ইন্ডিজের। সেক্ষেত্রে বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবিয়ানদের ও লঙ্কানদের। সরাসরি খেলার আর সুযোগ হবে না শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের।