মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় শ্রীলঙ্কা যুবলীগ নেতা গোলাপের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ  আমার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়: মৌসুমী ঈশ্বরদীতে সংবাদ সম্মেলনে মায়ের উপর নির্যাতনের বিচার চাইলেন ছেলে  বিএনপি নেতারা অসংলগ্ন প্রলাপ করছেন : ওবায়দুল কাদের নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ৭ বছরের জেল মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৭ রাজারহাটে ৪মাস পর বেতন ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা এক পরিবারে তিনের বেশি ব্যাংক পরিচালক নয় আমতলীর দলিলের বালাম ১৯০১-১৯৯২ সাল পর্যন্ত আজো বরগুনা জেলায় পৌঁছেনি মীরসরাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার তাড়াশে আড়াই কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় চক্ষু বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক শ্রীপুরে হত্যা মামলার দুই আসামী আটক ভারতজুড়ে কংগ্রেসের বিক্ষোভ

সরকার বিএনপিকে ভয় দেখাচ্ছে- ফখরুল

সরকার বিএনপিকে ভয় দেখাচ্ছে- ফখরুল

নিজস্ব প্রতিবেদক: চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (শনিবার) সকালে নয়াপল্টনে মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার আবারও বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার শুরু করে তাদের ভয় দেখাচ্ছে। এর মাধ্যমে বিএনপিকে তারা স্তব্ধ করে রাখতে চায়’।

তিনি বলেন, ‘সরকারের খামখেয়ালীতে ঢাকায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর দায় সম্পূর্ণ সরকারের। তারা দেশকে শোষণ করে বিদেশে সম্পদ পূঞ্জীভূত করছে। সরকার ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ‘নীলনকশা’ নিয়ে অতীতের মতো একতরফা নির্বাচন করতে চায়। এখন কথায় হবে না, জনগণকে ঐক্যবদ্ধ করে উত্তাল তরঙ্গের মাধ্যমে ক্ষমতাসীনদের সরাতে হবে’।

মির্জা ফখরুল বলেন, ‘পরিস্কার ভাষায় বলে দিতে চাই, বিএনপি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন করবে না। সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের জন্য ১৭৩ দিন সহিংস আন্দোলন করেছে আওয়ামী লীগ। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি দেখে সরকারের গায়ে জ্বালা ধরেছে। সমাবেশ, মানববন্ধন, অনশনের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করা হচ্ছে’।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘দেশের মানুষের সাথে পরিহাস করে পকেট কেটে সম্পদের পাহাড় গড়ে ক্ষমতায় থাকতে চায় সরকার। বিএনপি সংঘাতে যেতে চায় না, ১০ দফা দাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান তিনি।

বিএনপি’র আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং দশ দফা দাবি আদায়ে ১৮ই মার্চ সকল মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হবে’।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে, দেশকে রসাতলে নিয়ে গেছে সরকার। আওয়ামী লীগ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পাহারা দেয় অথচ ব্যাংকের টাকা লুট হয়ে যায়। কোনো সুরাহা নেই। জনগণের ওপর জুলুম হচ্ছে, এর বিরুদ্ধে কথা বললেই গ্রেপ্তার-নির্যাতন করা হচ্ছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *