ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৭ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৮ মি. ইফতার ৬:১১ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৩৯ মি. ইফতার ৬:২৪ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২০ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৭ মি. :: সিলেটে সেহেরি ৪:২৬ মি. ইফতার ৬:১১ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২২ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩২ মি. ইফতার ৬:১৭ মি. ::::

সরকারের বিদায় সময়ের ব্যাপার মাত্র: হারুনুর রশিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:০০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / ৪৫৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নওগাঁ প্রতিনিধি : 
সরকারের বিদায় সময়ের ব্যাপার মাত্র- এমন মন্তব্য করে সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ বলেছেন, ‘সামনে আমাদের আন্দোলন আসছে। ইনশাআল্লাহ ঈদের পর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাবো। জনগণ ভোট দেওয়ার যে অধিকার হারিয়েছে এই অধিকার আমরা ফিরিয়ে আনব।’
শনিবার (১১ মার্চ) দুপুরে নওগাঁ শহরের নওযোয়ান মাঠ সংলগ্ন প্রধান সড়কে কেন্দ্র ঘোষিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যের তিনি এসব কথা হলেন। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বর্তমান সংসদকে বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে  এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
হারুনুর রশিদ বলেন, ‘এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এই নওগাঁ বিএনপির অন্যতম ঘাঁটি। আজকে যাঁরা নওগাঁয় এমপি হয়েছেন তাঁরা কি প্রকৃত জনগণের প্রতিনিধি? আজকে যাঁরা সংসদে রয়েছেন তাঁরা অনির্বাচিত সংসদ সদস্য। আমরা যাঁরা সংসদ থেকে পদত্যাগ করার পর সেই সব আসনে উপ-নির্বাচন হয়েছে সেখানে সরকার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার আসনে জনগণ ভোটকেন্দ্রে যেতে পারে নাই। বগুড়ায় ভোটের ফল পাল্টিয়ে ন্যাক্কারজনক ভাবে হিরো আলমের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।’
এই সরকার দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমরা অন্যায়-অত্যাচার, জুলুম-নিপীড়ণের প্রতিবাদ করতে পারি না। আমাদের মানববন্ধন, সমাবেশ করতে দেওয়া হয় না। অথচ শেখ হাসিনা কোথাও প্রোগ্রাম করলে এক মাস আগে থেকে মাঠ দখল করে রাখা হয়। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করে চলেছে। দেশ এভাবে চলতে পারে না। জনগণ এভাবে দেশকে চলতে দেবে না।
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের (নান্নু) সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছালেক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (ধলু), সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, শেখ রেজাউল ইসলাম, আমিনুল ইসলাম, মামুনুর রহমান রিপন, শফিউল আজম (ভিপি) রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ।
বা/খ: জই
The short URL of the present article is: https://banglakhaborbd.com/5yf8

নিউজটি শেয়ার করুন

সরকারের বিদায় সময়ের ব্যাপার মাত্র: হারুনুর রশিদ

আপডেট সময় : ০৫:২০:০০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
নওগাঁ প্রতিনিধি : 
সরকারের বিদায় সময়ের ব্যাপার মাত্র- এমন মন্তব্য করে সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ বলেছেন, ‘সামনে আমাদের আন্দোলন আসছে। ইনশাআল্লাহ ঈদের পর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাবো। জনগণ ভোট দেওয়ার যে অধিকার হারিয়েছে এই অধিকার আমরা ফিরিয়ে আনব।’
শনিবার (১১ মার্চ) দুপুরে নওগাঁ শহরের নওযোয়ান মাঠ সংলগ্ন প্রধান সড়কে কেন্দ্র ঘোষিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যের তিনি এসব কথা হলেন। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বর্তমান সংসদকে বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে  এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
হারুনুর রশিদ বলেন, ‘এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এই নওগাঁ বিএনপির অন্যতম ঘাঁটি। আজকে যাঁরা নওগাঁয় এমপি হয়েছেন তাঁরা কি প্রকৃত জনগণের প্রতিনিধি? আজকে যাঁরা সংসদে রয়েছেন তাঁরা অনির্বাচিত সংসদ সদস্য। আমরা যাঁরা সংসদ থেকে পদত্যাগ করার পর সেই সব আসনে উপ-নির্বাচন হয়েছে সেখানে সরকার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার আসনে জনগণ ভোটকেন্দ্রে যেতে পারে নাই। বগুড়ায় ভোটের ফল পাল্টিয়ে ন্যাক্কারজনক ভাবে হিরো আলমের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।’
এই সরকার দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমরা অন্যায়-অত্যাচার, জুলুম-নিপীড়ণের প্রতিবাদ করতে পারি না। আমাদের মানববন্ধন, সমাবেশ করতে দেওয়া হয় না। অথচ শেখ হাসিনা কোথাও প্রোগ্রাম করলে এক মাস আগে থেকে মাঠ দখল করে রাখা হয়। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করে চলেছে। দেশ এভাবে চলতে পারে না। জনগণ এভাবে দেশকে চলতে দেবে না।
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের (নান্নু) সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছালেক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (ধলু), সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, শেখ রেজাউল ইসলাম, আমিনুল ইসলাম, মামুনুর রহমান রিপন, শফিউল আজম (ভিপি) রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ।
বা/খ: জই
The short URL of the present article is: https://banglakhaborbd.com/5yf8