ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারি রাস্তার দুপাশ দখল করে সীমানা প্রাচীর ও বাড়ি নির্মাণের অভিযোগ

রোকনুজ্জামান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫১০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জোরপূর্বক দখল করে দোকান ঘর ও গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে বেশকিছু প্রভাবশালীদের বিরুদ্ধে। নির্মিত ঘরগুলো অপসারণের দাবিতে সম্প্রতি এলাকাবাসীর পক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি উপজেলা প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ করেছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী পূর্বপাড়া কবরস্থান থেকে মহিলা ফাজিল মাদ্রাসার গ্রামে গিয়ে কাচা রাস্তাটির উপর দোকানঘর/গৃহ নির্মাণের সত্যতা পাওয়া যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, খাষকাউলিয়া ইউনিয়নের কুরকীর বেশকিছু জনপ্রতিনিধি ও আ’লীগ নেতাদের বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে পাকা দোকানঘর/গৃহ নির্মাণ করেন। দোকানঘর নির্মাণের সময় এলাকাবাসী বাধা দিলেও কর্ণপাত করেননি তারা এবং কি সরকারিভাবে নোটিশও না। বাড়ির সীমানা প্রাচীর এর ফলে জনসাধারণসহ যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার আলোচনা হলেও বসলেও সরকারি রাস্তা ছেড়ে দেয়নি দোকান কেউ।

এক যুবক নাইম বলেন, বেশকিছু দিন আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে রাস্তাটির সীমানা নির্ধারণের জন্য একটি আবেদন করলে চেয়ারম্যানসহ দুই পক্ষের সার্ভেয়ার এসে সীমানা নির্মাণ করে। পাঁচ/সাত দিনের মধ্যে সরকারি রাস্তা থেকে দোকানঘর/গৃহ অপসারণের জন্য সময় নিয়েছিল কিন্তু সপ্তাহ পার হলেও বাড়ির প্রাচীর এখনো সরাননি। যার ফলে চলাচল করতে এলাকার মানুষদের অসুবিধা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি কাচা সড়কটি পাঁকাকরণের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাক্কলন তৈরির পরিকল্পনা আছে বলে জানান।

অভিযোগকারীরা বলেন, রাস্তা থেকে বাড়ির সীমানা প্রাচীর সরানোর তালবাহনা করছে স্থানীয়রা । এ রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। আমাদের রাস্তার প্রয়োজন। আমরা রাস্তা চাই।

সরকারি রাস্তায় প্রাচীর নির্মাণের বিষয়ে অভিযুক্তরা বলেন, সম্পূর্ণ প্রাচীর রাস্তার নয়। পাশে আমাদের জমিও আছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি রাস্তা দখল করে দোকান, প্রাচীর ও ঘর নির্মাণের কোনো সুযোগ নাই। এদিকে বিএনপির দপ্তর সম্পাদক ও চৌহালী কম্পিউটার ইনস্টিটিউট এর পরিচালক মো: রেজাউল করিম বলেন, দ্রুত রাস্তা মেরামত না করলে চলাচলের অনুপযোগী হবে।তাই দ্রুত সরকারিভাবে রাস্তা সংস্কার জরুরি।

এ বিষয়ে চৌহালী উপজেলা প্রকৌশলী সুত্রে জানা গেছে, প্রাচীর ও ঘরগুলো সরকারি রাস্তায় পড়েছে কিনা তা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

সরকারি রাস্তার দুপাশ দখল করে সীমানা প্রাচীর ও বাড়ি নির্মাণের অভিযোগ

আপডেট সময় : ০৬:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জোরপূর্বক দখল করে দোকান ঘর ও গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে বেশকিছু প্রভাবশালীদের বিরুদ্ধে। নির্মিত ঘরগুলো অপসারণের দাবিতে সম্প্রতি এলাকাবাসীর পক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি উপজেলা প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ করেছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী পূর্বপাড়া কবরস্থান থেকে মহিলা ফাজিল মাদ্রাসার গ্রামে গিয়ে কাচা রাস্তাটির উপর দোকানঘর/গৃহ নির্মাণের সত্যতা পাওয়া যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, খাষকাউলিয়া ইউনিয়নের কুরকীর বেশকিছু জনপ্রতিনিধি ও আ’লীগ নেতাদের বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে পাকা দোকানঘর/গৃহ নির্মাণ করেন। দোকানঘর নির্মাণের সময় এলাকাবাসী বাধা দিলেও কর্ণপাত করেননি তারা এবং কি সরকারিভাবে নোটিশও না। বাড়ির সীমানা প্রাচীর এর ফলে জনসাধারণসহ যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার আলোচনা হলেও বসলেও সরকারি রাস্তা ছেড়ে দেয়নি দোকান কেউ।

এক যুবক নাইম বলেন, বেশকিছু দিন আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে রাস্তাটির সীমানা নির্ধারণের জন্য একটি আবেদন করলে চেয়ারম্যানসহ দুই পক্ষের সার্ভেয়ার এসে সীমানা নির্মাণ করে। পাঁচ/সাত দিনের মধ্যে সরকারি রাস্তা থেকে দোকানঘর/গৃহ অপসারণের জন্য সময় নিয়েছিল কিন্তু সপ্তাহ পার হলেও বাড়ির প্রাচীর এখনো সরাননি। যার ফলে চলাচল করতে এলাকার মানুষদের অসুবিধা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি কাচা সড়কটি পাঁকাকরণের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাক্কলন তৈরির পরিকল্পনা আছে বলে জানান।

অভিযোগকারীরা বলেন, রাস্তা থেকে বাড়ির সীমানা প্রাচীর সরানোর তালবাহনা করছে স্থানীয়রা । এ রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। আমাদের রাস্তার প্রয়োজন। আমরা রাস্তা চাই।

সরকারি রাস্তায় প্রাচীর নির্মাণের বিষয়ে অভিযুক্তরা বলেন, সম্পূর্ণ প্রাচীর রাস্তার নয়। পাশে আমাদের জমিও আছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি রাস্তা দখল করে দোকান, প্রাচীর ও ঘর নির্মাণের কোনো সুযোগ নাই। এদিকে বিএনপির দপ্তর সম্পাদক ও চৌহালী কম্পিউটার ইনস্টিটিউট এর পরিচালক মো: রেজাউল করিম বলেন, দ্রুত রাস্তা মেরামত না করলে চলাচলের অনুপযোগী হবে।তাই দ্রুত সরকারিভাবে রাস্তা সংস্কার জরুরি।

এ বিষয়ে চৌহালী উপজেলা প্রকৌশলী সুত্রে জানা গেছে, প্রাচীর ও ঘরগুলো সরকারি রাস্তায় পড়েছে কিনা তা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাখ//আর