‘সব ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের সেরা হবে’
- আপডেট সময় : ০৭:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ৪১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সাথে যুক্ত থাকলে কেউ বিপথে যাবেনা। এতে মেধার বিকাশও ঘটে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশীয় খেলাধুলার চর্চা বাড়ানোর আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে বাংলাদেশ এক সময় বিশ্বসেরা হবে।
দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট। অংশ নেয় বেসরকারি ৩৪টি ব্যাংক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক আয়োজিত মাসব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইউনিয়ন ব্যাংক ২-১ গোলে আল আরাফাহ ইসলামী ব্যাংককে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে ফাইনাল খেলার অংশ বিশেষ উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রধান বলেন, খেলাধুলাকে এগিয়ে নিতে তার সরকার সব সময় সহযোগিতা অব্যাহত রেখেছে। অন্যান্য খেলার পাশাপাশি দেশীয় খেলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনিবলেন, খেলাধুলা ও সংস্কৃত চর্চা মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। গঠনমূলক চিন্তায় উৎসাহীকরে। রক্ষা করে বিপথগামী হওয়ার হাত থেকে।
খেলাধুলাকে এগিয়ে নিতে রাজধানীর পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের পাশে আরো একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।