সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় রাজারহাট ইউএনওকে বিদায়ী সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৭২০ বার পড়া হয়েছে
// রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি //
সততা ও দক্ষতার সাথে একাধারে তিন বছর দুই মাস দায়িত্ব পালন করায় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিমকে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বিভিন্ন সংগঠন। শনিবার রাতে রাজারহাট প্রেস ক্লাবের সাংবাদিক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণও তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। তিনি লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি লাভ করেছেন।
খুদে শিক্ষার্থীদের কন্ঠে বিদায়ী কবিতা পাঠ, আয়োজকদের বিদায়ী বক্তব্য এবং সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। রাজারহাট প্রেস ক্লাব সভাপতি সরকার অরুণ যদুর সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফের সঞ্চলনায় এউপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ রজব আলী, রাজারহাট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি মোবাশ্বের আলম লিটন, কোষাধ্যক্ষ মোফাকখারুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ অনেকে বক্তব্য দেন।