ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শ্রীলঙ্কা-ভারতের ওয়ানডে ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • / ৪২৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ টাই হয়েছে। ওয়ানডে ইতিহাসে এটি ৪৪তম টাই। গতকাল শুক্রবার প্রেসাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ২৩১ রানের নড়বড়ে লক্ষ্য তাড়ায় ২১১ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে শিবম দুবের ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রায় জয়ই পেয়ে যাচ্ছিল ভারত। কিন্তু ২৩০ রানের মাথায় অলআউট হয়ে যায় ভারত। যে কারণে ম্যাচটি শেষ হয় ড্র-তেই।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে গতকাল টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানরা শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ৭ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে ১০১ রানে ৫ উইকেট ছিল না শ্রীলঙ্কার।

এদিন একপ্রান্তে ধরে রেখেছিলেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৭৫ বলে ৫৬ রানের (৯ বাউন্ডারিতে) ইনিংস খেলেন তিনি। সাত নম্বরে নেমে প্রতিরোধের সঙ্গে দুর্দান্ত এক ইনিংসও খেলেন দুনিথ ওয়াল্লাগে। ৬৫ বলে ৬৭ রানের অনবদ্য ও অপরাজিত ইনিংস খেলেন তিনি। ওয়াল্লাগেকে সহায়তা করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৫ বলে ২৪) ও আকিলা ধনঞ্জয়া (২৪ বলে ১৭)।

জবাবে ব্যাট করতে নামা ভারতের শুরুটা ছিল দুর্দান্ত। রোহিত শর্মার মারকুটে ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৭৫ রান করে ভারত। ৩৫ বলে ১৬ রান করে সাজঘরের পথে হাঁটেন শুভমান গিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পর প্রথমবার মাঠে নেমে খুব বেশি রান পাননি বিরাট কোহলি (৩২ বলে ২৪)। তবে ফিফটি হাঁকান রোহিত (৪৭ বলে ৫৮)।

মিডলঅর্ডারে ভারতকে সহায়তা করেন লোকেশ রাহুল (৪৩ বলে ৩১) ও অক্ষর প্যাটেল (৫৭ বলে ৩৩)। শিবম দুবে করেন ২৪ বলে ২৫ রান। ২৩ রান এসেছে শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে। শেষমেশ ২৩০ রান থামে ভারত।

ভারতের হয়ে ২টি করে উইকেট শিকার করেন অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল। আর শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট পান ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চারিথ আসালঙ্কা।

আগামী ৪ আগস্ট একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত ও শ্রীলংকা।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কা-ভারতের ওয়ানডে ম্যাচ ড্র

আপডেট সময় : ০২:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

ভারত-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ টাই হয়েছে। ওয়ানডে ইতিহাসে এটি ৪৪তম টাই। গতকাল শুক্রবার প্রেসাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ২৩১ রানের নড়বড়ে লক্ষ্য তাড়ায় ২১১ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে শিবম দুবের ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রায় জয়ই পেয়ে যাচ্ছিল ভারত। কিন্তু ২৩০ রানের মাথায় অলআউট হয়ে যায় ভারত। যে কারণে ম্যাচটি শেষ হয় ড্র-তেই।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে গতকাল টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানরা শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ৭ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে ১০১ রানে ৫ উইকেট ছিল না শ্রীলঙ্কার।

এদিন একপ্রান্তে ধরে রেখেছিলেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৭৫ বলে ৫৬ রানের (৯ বাউন্ডারিতে) ইনিংস খেলেন তিনি। সাত নম্বরে নেমে প্রতিরোধের সঙ্গে দুর্দান্ত এক ইনিংসও খেলেন দুনিথ ওয়াল্লাগে। ৬৫ বলে ৬৭ রানের অনবদ্য ও অপরাজিত ইনিংস খেলেন তিনি। ওয়াল্লাগেকে সহায়তা করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৫ বলে ২৪) ও আকিলা ধনঞ্জয়া (২৪ বলে ১৭)।

জবাবে ব্যাট করতে নামা ভারতের শুরুটা ছিল দুর্দান্ত। রোহিত শর্মার মারকুটে ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৭৫ রান করে ভারত। ৩৫ বলে ১৬ রান করে সাজঘরের পথে হাঁটেন শুভমান গিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পর প্রথমবার মাঠে নেমে খুব বেশি রান পাননি বিরাট কোহলি (৩২ বলে ২৪)। তবে ফিফটি হাঁকান রোহিত (৪৭ বলে ৫৮)।

মিডলঅর্ডারে ভারতকে সহায়তা করেন লোকেশ রাহুল (৪৩ বলে ৩১) ও অক্ষর প্যাটেল (৫৭ বলে ৩৩)। শিবম দুবে করেন ২৪ বলে ২৫ রান। ২৩ রান এসেছে শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে। শেষমেশ ২৩০ রান থামে ভারত।

ভারতের হয়ে ২টি করে উইকেট শিকার করেন অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল। আর শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট পান ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চারিথ আসালঙ্কা।

আগামী ৪ আগস্ট একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত ও শ্রীলংকা।