শ্রীমঙ্গলে ১০ জন উপকার ভোগীর হাতে রিক্সা তুলে দিলেন : আব্দুস শহীদ এমপি
মোঃ আমজাদ হোসেন বাচ্চু, শ্রীমঙ্গল প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১২০৭ বার পড়া হয়েছে

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের আওতায় রিক্সা বিতরণ অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন রোডে এমপি নিজ বাসভবনে ১০ জন উপকার ভোগীর হাতে দশটি নতুন রিক্সা তুলে দেন উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।
৬ নভেম্বর সকাল ১০ ঘটিকায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কমলগঞ্জের সংসদ সদস্য অনুমিত হিসাব সর্ম্পকিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, শিক্ষক জহর তরপদার, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ প্রমুখ।
বাখ//আর