সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ‘মারবার্গ ভাইরাসে আক্রান্তদের অর্ধেকই মারা গেছেন’ লাঙ্গলবন্দে অষ্টমী স্নানোৎসব শুরু কাল কাপ্তানবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত হানিফ ফ্লাইওভার বদলগাছীতে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের দাবীতে মানববন্ধন সাঁথিয়ায় অসুস্থ্য বাবাকে রক্তদানের পর মারা গেলেন ছেলে মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মঠবাড়িয়ায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার হতদরিদ্রের ভরসা বালু চরের কমদামি পোশাক হাট নির্বাচনের স্বার্থে ইসির মাধ্যমে বিএনপি প্রস্তাব দিলে বিবেচনা: আওয়ামী লীগ বেলকুচিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপস্থিত নেই এমপি ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস সড়কে দুর্ঘটনার ৭০ ভাগই মোটরসাইকেলে ঘটে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ৭ম

শ্রীমঙ্গলে অধ্যায়ের পিঠা উৎসব

শ্রীমঙ্গলে অধ্যায়ের পিঠা উৎসব

মোঃ আমজাদ হোসেন বাচ্চু , শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানান আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব, উৎসব জুড়ে ছিল প্রাণবন্ত সংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে সামাজিক সংগঠন অধ্যায় এর আয়োজনে দিনব্যাপী এই পিঠা উৎসবে হরেক রকম পিঠাপুলি ও হস্তশিল্প নিয়ে বসেন বিক্রেতারা।
রাত ৮ টায় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
এর আগে সকাল সাড়ে ১০ টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন।
উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছড়াকার অবিনাশ আচার্য, ইস্পাহানী কোম্পানির জেরিন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চৌধুরী, লেখক ও ছড়াকার সজল দাস, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, আবু ইদ্রিস মো. লেদু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আরিফ আলি নাসিম প্রমুখ।
এবারের অধ্যায়ের পিঠা উৎসবটি উৎসর্গ করা হয়েছে  শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত রনধীর কুমার দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত আবু সিদ্দিক মুসা, মলয় রায় ভানু, মৌসুমী নাগ কে।
বা/খ : এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *