শ্রীনগর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
- আপডেট সময় : ০৮:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৩২ বার পড়া হয়েছে
শ্রীনগরে ৯ বছরের স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযােগ ৩ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মাদ্রা গ্রামের বুড়ির দােকান এলাকা থেকে শ্রীনগর থানা পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের আটক করে। আটককৃতরা হলেন মান্দ্রা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মিশন হাওলাদার (৪৮), শ্যামল হাওলাদারের ছেলে মাে. হাসান (২৭) ও বাবুল হাওলাদারের ছেলে মারুফ হাওলাদার (২৭)। ভুক্তভােগী স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রােববার বেলা ১১ টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় অভিযুক্ত মিশন হাওলাদার, হাসান ও মারুফ ছাত্রীকে বুড়ির দােকান সংলগ্ন নদীর পাড়ে একটি বাগানে নিয়ে শ্লীলতাহানি করে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অভিযুক্ত ৩ ব্যক্তিকে থানায় নিয়ে আসে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য মাে. সেলিম মৃধার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লােকমুখে শুনি আমি ঘটনাস্থলে গিয়ে দেখি অভিযুক্তদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ সময় ছাত্রীর পরিবারের লােকজন আমাকে ঘটনার বিস্তারিত জানান।
ভুক্তভােগী ছাত্রীর বাবা জানান, সঠিক বিচার পাওয়ার লক্ষ্যে মামলা দায়ের করেছি। সকলের সহযােগীতা কামনা করেছেন তিনি।
এ ব্যাপার শ্রীনগর থানার ডিউটি অফিসার মাে. শরীফুল জানান, মামলা হয়েছে। বুধবার সকাল আসামীদের মুন্সীগঞ্জ আদালতে প্ররণ করা হয়েছে।
বাখ//আর