শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও থানা ইনচার্জ এর সাথে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
মুনীরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৩৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার মো মহিন উদ্দিন এর সাথে গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও ১৩ সেপ্টেম্বর শুক্রবার শ্রীনগর থানা অফিসার ইনচার্জ ইয়াসিন মুন্সী এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীনগর উপজেলা শাখার আমির টি.এম. বেলাল হোসেন এর নেতৃত্বে সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানা আমির মাও. আবুল কালাম আজাদ, সাবেক নায়েবে আমির আব্দুল লতিফ হাওলাদার, জেলা মজলিসে সুরা মো. সামসুল আলম, উপজেলা সেক্রেটারি ওমর ফারুক মোল্লা, সহকারী সেক্রেটারি মীর নূর জামাল।
শ্রীনগর সদর আমির মাওলানা আবুল কালাম আজাদী, বীরতারা ইউনিয়নের আমির সাইদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, বাঘড়া ইউপি সদস্য হাফেজ মজিবুর রহমান, মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম এর সভাপতি (আঞ্চলিক শাখা) মোহাম্মদ জাকির লস্কর সহ প্রমুখ।
মত বিনিময় সভায় উপজেলা আমির টি.এম. বেলাল হোসেন বলেন শ্রীনগর উপজেলার আইন শৃঙ্খলার উন্নতির জন্য যেকোনো ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ জামাতে ইসলামী সব সময় পাশে থাকবে।
শ্রীনগর থানা অফিসার ইনচার্জ ইয়াসিন মুন্সী জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বলেন, সকল শ্রেণীর মানুষই বৈষম্যের শিকার ছিল এখন আমরা চাই বৈষম্য মুক্ত একটি সমাজ গড়তে এ জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীনগর নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
সভার শুরুতে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ উপজেলা জামায়াতের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
বাখ//আর