শ্রীনগরে যুবকের আত্মহত্যা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৬৫ বার পড়া হয়েছে

// মুনীরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি //
শ্রীনগরে বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তরিকুল ইসলাম নাহিন (২১) নামে এক যুবক
আত্মহত্যা করেছে। রোববার সকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকার ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে। নাহিন ওই এলাকার আসাদুর জামান বাবুর পুত্র।
নাহিনের দাদী আলেয়া বেগম জানান, ৬-৭ বছর আগে নাহিনের বাবা-মার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। নাহিন আমার সাথে গ্রামে বসবাস করতো। গত শনিবার নাহিদ হঠাৎ ঘরের আসবাবপত্র ভাঙ্গচুর করে। রাতে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পরে। সকাল ৯টার দিকে নাহিনের কোন সারা শব্দ না পেয়ে দরজা খুলার চেষ্টা করি। পরে ঘরের পিছনের দিকের দরজার ফাক দিয়ে দেখতে পাই নাহিন ফাঁস দিয়ে ঝুলে আছে। চিৎকার দিলে লোকজন এগিয়ে আসে।
ভাগ্যকুল ইউপির ১নং ওয়ার্ডের সদস্য মো. শিপন বেপারী বলেন, খবর পেয়ে পুলিশের এসআই আনোয়ার ঘটনা স্থলে আসেন। শ্রীনগর থানার এসআই আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বা/খ/রা