শ্রীনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মুনীরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৭৮ বার পড়া হয়েছে

শ্রীনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকাদের খেলায় আরধীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বীরতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বালক বিভাগে হাঁসাড়া ঢালীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে পাড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম প্রমুখ।
এ সময় উপজেলার ১১২ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অংশগ্রহনকারী দল সমূহের শিক্ষার্থী এবং অভিভাবক সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বাখ//আর