ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও ব্যাটারি চালিত অটোরিক্সার মুখমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর নতুন বাসস্ট্যান্ড এলাকার পূর্ব পাশের সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহদের সবাই অটোরিক্সার যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মাওয়াগামী একটি প্রাইভেটকারের সাথে (ঢাকা মেট্রো গ ৪৭-৯২৩৭) বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনা অটোরিক্সাটি দুমড়ে মুচরে যায়।এ সময় আশ পাশের লোকজন এগিয়ে এসে দুর্ঘটনার শিকার অটোরিক্সার যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিডিএল কোম্পানীর সিনিয়র রুরাল অপারেটর মোস্তাফিজুর রহমান (৫০)কে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি বগুড়ার শাহজাহানপুর এলাকায়। আহত অপর ২ যাত্রী মিনহাজ (৩৫) ও রাতুল (১৮) এর বাড়ি উপজেলার কেয়টখালী গ্রামে।
হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ প্রাইভেটকার ও অটোরিক্সাটিকে তাদের হেফাজতে নিয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহন করছেন।