ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শ্বেতার পোস্ট ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা!’ নেপথ্যে কী কারণ?

// ভরত সাহা, বিনোদন ডেস্ক //
  • আপডেট সময় : ১২:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৭২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রবিবার রাতে ইনস্টাগ্রামে একটি ছবিটি পোস্ট করে অভিনেত্রী ‘মা’ সিরিয়ালের জনপ্রিয় গানের কথা ধার করে লিখেছেন, ‘‘তোমায় ছাড়া ঘুম আসে না মা।’’ সঙ্গে জুড়ে দিয়েছেন মনখারাপের ইমোজি। হঠাৎ কী হল? গত মাসেই ধুমধাম করে মায়ের জন্মদিন পালন করেছেন শ্বেতা। সেই ছবিও সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। শ্বেতার পোস্ট করা ছবিতে হাসপাতালের বিছানায় এক জন মহিলাকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। আসলে তিনি অভিনেত্রীর মা। শ্বেতা জানালেন, বিগত কয়েক দিন ধরেই তাঁর মায়ের ধুম জ্বর। কিন্তু ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। অভিনেত্রীর কথায়, ‘‘ভেবেছিলাম, সেরে উঠবেন। কিন্তু, জ্বর কমছিল না। প্রচণ্ড কাশি, সেই সঙ্গে কম খাওয়াদাওয়া করছিলেন।’’

এখানেই শেষ নয়। ডাক্তার জানান, অভিনেত্রীর মায়ের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও যথেষ্ট কম। পাশাপাশি রয়েছে বুকে সংক্রমণ। অবস্থার অবনতি হওয়ায় ২৩ সেপ্টেম্বর মাকে হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করান শ্বেতা। অভিনেত্রী বললেন, ‘‘শেষে উনি প্রলাপ বকছিলেন। কাউকে চিনতে পারছিলেন না। আর ঝুঁকি নিতে চাইনি।’’

আগামী কিছু দিন মায়ের ঠিকানা হাসপাতাল। তাই মন ভাল নেই ‘যমুনা ঢাকি’ খ্যাত অভিনেত্রীর। শ্বেতা বললেন, ‘‘কোনও কাজে মন দিতে পারছি না। নতুন ছবি এবং সিরিয়ালের প্রস্তাব এসেছে। কিন্তু মা বাড়ি না ফেরা পর্যন্ত আমি কোনও কাজে এগোতে চাইছি না।’’ তবু এই কঠিন সময়েও একটি ওয়েব সিরিজ়ের ডাবিং শেষ করেছেন শ্বেতা।

বা/খ/রা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শ্বেতার পোস্ট ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা!’ নেপথ্যে কী কারণ?

আপডেট সময় : ১২:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

রবিবার রাতে ইনস্টাগ্রামে একটি ছবিটি পোস্ট করে অভিনেত্রী ‘মা’ সিরিয়ালের জনপ্রিয় গানের কথা ধার করে লিখেছেন, ‘‘তোমায় ছাড়া ঘুম আসে না মা।’’ সঙ্গে জুড়ে দিয়েছেন মনখারাপের ইমোজি। হঠাৎ কী হল? গত মাসেই ধুমধাম করে মায়ের জন্মদিন পালন করেছেন শ্বেতা। সেই ছবিও সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। শ্বেতার পোস্ট করা ছবিতে হাসপাতালের বিছানায় এক জন মহিলাকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। আসলে তিনি অভিনেত্রীর মা। শ্বেতা জানালেন, বিগত কয়েক দিন ধরেই তাঁর মায়ের ধুম জ্বর। কিন্তু ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। অভিনেত্রীর কথায়, ‘‘ভেবেছিলাম, সেরে উঠবেন। কিন্তু, জ্বর কমছিল না। প্রচণ্ড কাশি, সেই সঙ্গে কম খাওয়াদাওয়া করছিলেন।’’

এখানেই শেষ নয়। ডাক্তার জানান, অভিনেত্রীর মায়ের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও যথেষ্ট কম। পাশাপাশি রয়েছে বুকে সংক্রমণ। অবস্থার অবনতি হওয়ায় ২৩ সেপ্টেম্বর মাকে হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করান শ্বেতা। অভিনেত্রী বললেন, ‘‘শেষে উনি প্রলাপ বকছিলেন। কাউকে চিনতে পারছিলেন না। আর ঝুঁকি নিতে চাইনি।’’

আগামী কিছু দিন মায়ের ঠিকানা হাসপাতাল। তাই মন ভাল নেই ‘যমুনা ঢাকি’ খ্যাত অভিনেত্রীর। শ্বেতা বললেন, ‘‘কোনও কাজে মন দিতে পারছি না। নতুন ছবি এবং সিরিয়ালের প্রস্তাব এসেছে। কিন্তু মা বাড়ি না ফেরা পর্যন্ত আমি কোনও কাজে এগোতে চাইছি না।’’ তবু এই কঠিন সময়েও একটি ওয়েব সিরিজ়ের ডাবিং শেষ করেছেন শ্বেতা।

বা/খ/রা