মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুর জেলা আ.লীগ সহ-সভাপতি, মঠবাড়িয়া উপজেলা আ.লীগ সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম মিয়া (৭২) বার্ধক্য জণিত কারণে শুক্রবার রাত ০২: ৪০ টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি—রজিউন)।
মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার যোহর নামাজ বাদ রাস্ট্রীয় মর্যদা শেষে প্রথমে মঠবাড়িয়া শহিদ মোস্তফা খেলার মাঠে ও আসর নামাজ বাদ উপজেলার দক্ষিণ মিরুখালী গ্রামের মুন্সী বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী, পিরোজপুর জেলা আ.লীগ সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব একেএমএ আউয়াল, পিরোজপুর পৌর মেয়র ও জেলা আ.লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক, মঠবাড়িয়া উপজেলা আ.লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সাধারন সম্পাদক ও পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর, কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য তাজ উদ্দিন আহম্মেদ, মঠবাড়িয়া সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
বা/খ: এসআর।