সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘোড়াঘাট আরসি বালিকা বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান কলমাকান্দায় উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান নওগাঁয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসী আটক নওগাঁয় ব্যবসায়ির ১৪ লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ নওগাঁয় উদ্যোক্তা মেলায় ১৬ লাখ টাকার বেচাকেনা : সময় বৃদ্ধির দাবী একডালা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফটিক সম্পাদক মজিদ কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি নাথুরাম : সম্পাদক আনোয়ার নির্বাচিত গলাচিপায় ইউএনও’র প্রেস ব্রিফিং কলাপাড়ায় কোরআনে হেফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত সূর্যমুখী’র সাথে হাঁসছে কৃষক গাজীপুরে মেয়র প্রার্থীতা ঘোষণা মামুন মন্ডলের শালিখায় পানি সরবরাহের স্মল স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন সভা  লালমনিরহাটে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং এ কেমন শত্রুতা পশ্চিম রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রক অধিদপ্তরের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

শেখ হাসিনা জাতির জনকের কন্যা তাঁকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই… ওবায়দুল কাদের

শেখ হাসিনা জাতির জনকের কন্যা তাঁকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই... ওবায়দুল কাদের

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এককোটি ২৩ লাখ ভূয়া ভোটারের তালিকা প্রস্তুত করে আজিজ মার্কা নির্বাচনের মাধ্যমে আবারও যারা ক্ষমতায় আসতে চায় তারাই হচ্ছে বিএনপি। এ দলটি এখন ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দারের মত নেতাশূন্য হয়ে দিশেহারা হয়ে আবল-তাবল বলে বেড়াচ্ছে। এই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছেন। বাকীরাও পালানোর চেষ্টা করছে। তারা বিভাগীয় সভা সমাবেশের নামে টাকা ছিটিয়ে জঙ্গীবাদকে সাথে নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু যারা ৫ বার দুর্নীতিতে চ্যাম্পীয়ন হয়েছিল বাংলার মানুষ আর তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, শেখ হাসিনা জাতির জনকের কন্যা তাঁকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই। শেখ হাসিনার সাহস ও শক্তি দুটোই আছে। আমাদের মূল চালিকা শক্তিই হচ্ছে এই দেশের জনগণ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা দুইটায় সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, প্রয়াত সাবেক পররাষ্ট্র মন্ত্রীপুত্র কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, ড. জয়া সেন গুপ্তা এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, শামীমা আক্তার খানম এমপি, সাবেক এমপি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আলহাজ্ব মতিউর রহমান’কে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন’কে জাতীয় কমিটির সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট’কে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জননেতা নোমান বখত পলিন’কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে দেশে আবারও আগুন সন্ত্রাস ও জঙ্গীবাদকে মাঠে নামানোর চেষ্টা করছে। জনগণকে আগুন দিয়ে পুড়িয়ে মারবে আমরা তা হতে দেব না। জানিয়ে দিচ্ছি আমরা মাঠে আছি। যে হাতে আগুন দেবে আমরা সে হাত পুড়িয়ে দেব। যে হাতে ভাংচুর করবে সে হাত ভেঙ্গে দেব।
আন্দোলনে মরাগাঙ্গে জোয়ার আসে না উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, সরকারের পায়ের তলায় মাটি নাই যারা বলে তারা আসলে বোকার স্বর্গে বাস করছে। শেখ হাসিনার সৎ সাহস আছে। জনগনের ইচ্ছাই আমরা মেনে নেব। ফাইনাল খেলার জন্য আওয়ামী লীগ প্রস্তুত বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

 

বা/খ: জই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *