শেখ হাসিনার বিচারের দাবীতে পাকুন্দিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচী
- আপডেট সময় : ০৭:৪৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / ৪৮৮ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার ওপড় গুলি চালিয়ে গনহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টা থেকে উপজেলা সদর ঈদগাহে হাজারো নেতাকর্মীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে শুরু হয় এ অবস্থান কর্মসূচী। বেলা ২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচী চলে।
পৌর বিএনপির সভাপতি এ এস এম মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরীফুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো. জালাল উদ্দীন।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, মো. আতিকুর রহমান মাসুদ, মো. কামাল উদ্দীন ও আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জল ও সদস্য সচিব শাহীন আলম জনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, দ্রুত ছাত্র-জনতার ওপড় গুলি চালিয়ে গনহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের গ্রেফতার করে দেশে এনে বিচারের দাবি জানান তিনি।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন কোথাও কারও কোনো বাড়িঘরে হামলা-ভাঙচুর না করেন। এসব করলে দলের দুর্নাম হবে। মানুষ বদনাম বলবে। দল এর দায় নেবে না। এসব যারা করবে দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বলে হুঁশিয়ারী উচ্চারন করেন।
অবস্থান কর্মসূচী শুরুর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবীসহ তার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী খন্ড খন্ড মিছিলসহ উপজেলা সদর ঈদগাহে এসে জড়ো হয়।
বাখ//আর