শেখ হাসিনাই ঠিক করবেন তার ভবিষ্যৎ: ভারত
- আপডেট সময় : ১২:৫৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- / ৪৫৭ বার পড়া হয়েছে
শেখ হাসিনাকে নিয়ে কোন আপডেট ভারতের কাছে নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্তব্য করা আমার উচিৎ নয়। তিনি নিজেই তা ঠিক করবেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে গতকাল ৮ আগস্ট বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে জয়সওয়াল জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সংসদে জানিয়েছেন, খুব কম সময়ের নোটিশে শেখ হাসিনা ভারতে আসেন। পরিস্থিতির দ্রুত বদল হচ্ছে। তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলা আমার পক্ষে ঠিক নয়। এটা তিনিই ঠিক করবেন।
জয়সওয়ালকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, ভারত পরিস্থিতি খতিয়ে দেখছে। কিছু সংস্থা ও সংগঠন সংখ্যালঘুদের সুরক্ষার জন্য উদ্যোগ নিয়েছে। ভারত তাকে স্বাগত জানায়। কিন্তু ভারত চায়, বাংলাদেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়। এটা সে দেশের সরকারের দায়িত্ব। আমরা আশা করছি, পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে।
জয়সওয়ালকে প্রশ্ন করা হয়, ভারত এখন কার সঙ্গে কথা বলছে, ড. ইউনূসের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, সেনার সঙ্গে কি আলোচনা চলছে? পরিস্থিতির উপর ভারত নজর রাখছে। কিন্তু কার সঙ্গে আলোচনা হচ্ছে, তা তিনি খুলে বলেননি।