ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শুভ জন্মদিন বলিউড ‘বাদশা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ৪৪৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক : 

শুভ জন্মদিন বলিউড বাদশা শাহরুখ খান। বুধবার (২ নভেম্বর) তার জন্মদিন। ৫৬ পেরিয়ে ৫৭-তে পা রাখলেন বহুল জনপ্রিয় এই অভিনেতা। তার জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেই।

গত বছর ছেলে আরিয়ান খানকে নিয়ে মাদককাণ্ডে সমস্যায় থাকার কারণে জন্মদিন পালন করেননি শাহরুখ। তবে এবার সেসব শুধুই অতীত।

বলিউড বাদশার জন্মদিন পালন করতে ভারতের নানা প্রান্ত থেকে ভক্তরা ২ দিন আগেই জড়ো ‘মান্নাত’র সামনে। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বারান্দায় এসে হাজার হাজার ভক্তের উদ্দেশে হাত নাড়েন তিনি।
এ সময় শাহরুখের সঙ্গে ছিল তার ছোট ছেলে আব্রাম। বারান্দায় দাঁড়াতেই ভক্তরা ‘হ্যাপি বার্থ ডে’ শুভেচ্ছায় প্রিয় তারকাকে ভরিয়ে দেন।

বিশেষ আয়োজনকে ঘিরে নবরূপে সেজেছে মুম্বাই শহরের শাহরুখের বাড়ি ‘মান্নাত’। নিজের বাংলো বাড়িতেই জন্মদিন উদযাপন করবেন শাহরুখ। করোনা মহামারি ও ছেলে আরিয়ান খানকে নিয়ে মাদককাণ্ডে সমস্যায় থাকার কারণে জন্মদিন পালন করেননি শাহরুখ। তবে এবার সেসব শুধুই অতীত। এবার হতে যাচ্ছে শাহরুখ খানের বড় জন্মদিন।

বরাবরের মতোই শাহরুখও তাদের সকলের উদ্দেশে চুমু ছুঁড়ে দেন। এছাড়া দু’হাত বাড়িয়ে তার বিখ্যাত পোজটি দিয়ে ভক্তদের উচ্ছ্বাস বাড়িয়ে দেন কয়েকগুণ।

এদিকে, জন্মদিনে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের ‘পাঠান’ সিনেমার টিজার। তাছাড়া যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে চমক হিসেবে রয়েছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ প্রদর্শন। দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমায় প্রদর্শিত হয় এই সিনেমা। ভারতের বেশ কিছু নির্বাচিত পিভিআর স্ক্রিনে দেখানো হবে।

প্রসঙ্গত, ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। ১৯৯১ সালে ‘মহান কর্জ’ নামে স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেন কিং খান। পরে ১৯৯২ সালে পূর্ণদৈর্ঘ্য ‘দিওয়ানা’ সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতে নেন তিনি। ক্যারিয়ারে বহু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে নিজেকে বাদশাহর আসনে অধিষ্ঠিত করেছেন। কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা।

নিউজটি শেয়ার করুন

শুভ জন্মদিন বলিউড ‘বাদশা’

আপডেট সময় : ১২:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : 

শুভ জন্মদিন বলিউড বাদশা শাহরুখ খান। বুধবার (২ নভেম্বর) তার জন্মদিন। ৫৬ পেরিয়ে ৫৭-তে পা রাখলেন বহুল জনপ্রিয় এই অভিনেতা। তার জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেই।

গত বছর ছেলে আরিয়ান খানকে নিয়ে মাদককাণ্ডে সমস্যায় থাকার কারণে জন্মদিন পালন করেননি শাহরুখ। তবে এবার সেসব শুধুই অতীত।

বলিউড বাদশার জন্মদিন পালন করতে ভারতের নানা প্রান্ত থেকে ভক্তরা ২ দিন আগেই জড়ো ‘মান্নাত’র সামনে। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বারান্দায় এসে হাজার হাজার ভক্তের উদ্দেশে হাত নাড়েন তিনি।
এ সময় শাহরুখের সঙ্গে ছিল তার ছোট ছেলে আব্রাম। বারান্দায় দাঁড়াতেই ভক্তরা ‘হ্যাপি বার্থ ডে’ শুভেচ্ছায় প্রিয় তারকাকে ভরিয়ে দেন।

বিশেষ আয়োজনকে ঘিরে নবরূপে সেজেছে মুম্বাই শহরের শাহরুখের বাড়ি ‘মান্নাত’। নিজের বাংলো বাড়িতেই জন্মদিন উদযাপন করবেন শাহরুখ। করোনা মহামারি ও ছেলে আরিয়ান খানকে নিয়ে মাদককাণ্ডে সমস্যায় থাকার কারণে জন্মদিন পালন করেননি শাহরুখ। তবে এবার সেসব শুধুই অতীত। এবার হতে যাচ্ছে শাহরুখ খানের বড় জন্মদিন।

বরাবরের মতোই শাহরুখও তাদের সকলের উদ্দেশে চুমু ছুঁড়ে দেন। এছাড়া দু’হাত বাড়িয়ে তার বিখ্যাত পোজটি দিয়ে ভক্তদের উচ্ছ্বাস বাড়িয়ে দেন কয়েকগুণ।

এদিকে, জন্মদিনে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের ‘পাঠান’ সিনেমার টিজার। তাছাড়া যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে চমক হিসেবে রয়েছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ প্রদর্শন। দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমায় প্রদর্শিত হয় এই সিনেমা। ভারতের বেশ কিছু নির্বাচিত পিভিআর স্ক্রিনে দেখানো হবে।

প্রসঙ্গত, ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। ১৯৯১ সালে ‘মহান কর্জ’ নামে স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেন কিং খান। পরে ১৯৯২ সালে পূর্ণদৈর্ঘ্য ‘দিওয়ানা’ সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতে নেন তিনি। ক্যারিয়ারে বহু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে নিজেকে বাদশাহর আসনে অধিষ্ঠিত করেছেন। কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা।