রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন লেনিন একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন জয় বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: ওবায়দুল কাদের ঈশ্বরদীতে গণহত্যায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন  ডামুড্যায় অবৈধ যান চলাচল রোধে মোবাইল কোর্ট  কলমাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ  পরকীয়ার জেরে রূপপুর এনপিপি নিকিমথ কোম্পানির পরিচালকের গাড়ি চালক খুন : এক নারী আটক পানির অভাবে সেঁচ সঙ্কটে ধুকছে বাংলাদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে : মির্জা ফখরুল ‘পরাশক্তিরা পাকিস্তানের পক্ষ নেওয়ায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’ প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক, এটা বদলাতে হবে–আ স ম রব   পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক : রাবি উপাচার্য 

শুভমান গিলের রানও করতে পারল না নিউজিল্যান্ড

শুভমান গিলের রানও করতে পারল না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : 
ভারতের রানপাহাড়ের চাপায় পিষ্ট হলো নিউজিল্যান্ড। পেলো ৬৬ রানে অলআউট হওয়ার লজ্জাও। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচটা রেকর্ড গড়ে জিতেছে ভারতীয় দল। তৃতীয় টি-টোয়েন্টিতে ২৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে কিউইদের ১২.১ ওভারে ৬৬ রানেই স্বাগতিকরা গুটিয়ে দিয়েছে। তাতে হার্দিক পান্ডিয়ারা জিতেছে ১৬৮ রানের বড় ব্যবধানে।

আইসিসির পূর্ণ সদস্য দুই দেশের লড়াইয়ে রানের হিসেবে এটিই সবচেয়ে বড় জয়। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে অবশ্য টি-টোয়েন্টিতে রানের হিসেবে সবচেয়ে বড় জয়টি শ্রীলঙ্কার, ১৭২ রানের। তবে ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে পাওয়া সেই জয়টি ছিল আইসিসির সহযোগী সদস্য কেনিয়ার বিপক্ষে।

দুই পূর্ণ সদস্য দেশের মাঝে এত বড় ব্যবধানে জয়ের নজির এটাই প্রথম। রেকর্ড গড়া ম্যাচ জিতে হার্দিক পান্ডিয়ারা সিরিজও নিশ্চিত করেছে ২-১ ব্যবধানে।

শুরুতে বড় স্কোরের মঞ্চ গড়ে দিয়েছেন শুবমান গিল। ভারত টস জিতে ব্যাট করতে নামলে তার ৬৩ বলে করা অপরাজিত ১২৬ রানের বিস্ফোরক ইনিংসে ৪ উইকেটে ২৩৪ রান তুলেছে। শুরুটা যদিও ভালো ছিল না। দ্বিতীয় ওভারে ১ রানে সাজঘরে ফিরে যান ওপেনার ইশান কিশান। প্রান্ত আগলে তার পর কিউইদের ওপর একাই শাসন করেছেন গিল। তার সঙ্গী হওয়া রাহুল ত্রিপাঠি দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেছেন। তাছাড়া সূর্যকুমার ১৩ বলে ২৪ ও অধিনায়ক পান্ডিয়া ১৭ বলে ৩০ রানের কার্যকরী ইনিংস খেলে অবদান রেখেছেন।

শুভমানের ১২৬* রান আবার টি-টোয়েন্টিতে ভারতীয় কোনও ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৭টি ছয়। ম্যাচসেরাও তিনি। ৬৬ রান ও ৫ উইকেট নিয়ে সিরিজসেরা পান্ডিয়া।

নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল, ব্লেয়ার টিকনার, ইশ সোধি ও ড্যারিল মিচেল।

তার পর কিউইদের ব্যাটিং লাইনআপে ধস নামাতে নতুন বলে মূল অবদানটা ছিল হার্দিক পান্ডিয়ার। শুরুর পঞ্চম বলেই ফিন অ্যালেনকে ফিরিয়েছেন। তার পর ১৬ রানে ৪ উইকেট নিয়ে তিনি ছিলেন সেরা বোলার। তাছাড়া দুটি করে উইকেট নেন আরশদ্বীপ সিং, উমরান মালিক ও শিভাম মাভি।

ব্যাটিং ধসের বিপরীতে ডাবল ফিগারে পৌঁছাতে পেরেছেন কেবল ড্যারিল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনার। মিচেল ২৫ বলে ৩৫ রান করেছেন। স্যান্টনার করেছেন ১৩।

ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হন শুভমান গিল। আর ৬৬ রান ও ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হন হার্দিক পান্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *