বিনোদন ডেস্ক :
শুটিং সেটে পা মচকে গেছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের। একশন দৃশ্য ধারণের এক পর্যায়ে তার ডান পা মচকে যায়।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আফতাবনগর এলাকায় ‘আগুন’ সিনেমার মারপিটের দৃশ্য ধারণের সময় এ দুর্ঘটনা ঘটে।
শাকিব খান প্রাথমিক চিকিৎসা শেষে এখন নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। শুটিং আপাতত স্থগিত রয়েছে। আগামী কয়েকদিন কোনো কাজ না করে বিশ্রামে থাকতে হতে পারে ঢাকাই কিং খানকে।
ইউনিট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন শাকিব খান। এরপর শুটিং শেষে রাতে ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে যান। দ্রুত তার এক্স-রে করানো হয়।
শাকিব খানের পরিবারের পক্ষে তার ছোট বোনের স্বামী আসিফ ওয়াহিদ বলেন, চিকিৎসক এক্স-রে রিপোর্ট দেখে জানিয়েছেন বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তাই তাকে বাসায় নিয়ে আসা হয়।
মারপিটের কয়েকটি দৃশ্যের শুটিং শেষে আবারও পরবর্তী দৃশ্যের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব খান। জাম্প স্প্রিং যে মরিচা পড়া, এটা কেউই খেয়াল করেনি। লাফ দিতে গিয়েই ওখান থেকে দুর্ঘটনার সূত্রপাত।
আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব অভিনীত ‘আগুন’ সিনেমা। দেশ বাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আগুন’ প্রযোজনা করেছেন এনামুল হক আরমান। কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। শাকিব খান, জাহারা মিতু ছাড়াও আগুনে অভিনয় করছেন- আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।