ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিশুবান্ধব বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / ৪০৭ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

নিরাপদ ও শিশুবান্ধব বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যে কোনও শিশুর অকাল মৃত্যু রোধ করতে বদ্ধ পরিকর বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ মঙ্গলবার ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে ঘাতকচক্র সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। ঘাতকরা ১০ বছরের রাসেলকে হত্যার মাধ্যমে তাদের নির্মমতা ও পৈশাচিকতা প্রকাশ করেছে। কুচক্রীমহলের চক্রান্ত এখনও চলছে। তারা বাংলাদেশ চায় না, বাংলাদেশের উন্নয়ন চায় না। সম্মিলিতভাবে এদের প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রূপকল্প-২০৪১ দৃঢ়তার সঙ্গে যার যার অবস্থান থেকে অবদান রেখে, বাস্তবায়ন করতে হবে।

প্রতিমন্ত্রী এসময় শেখ রাসেলের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি রোমন্থন করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে পারিবারিক ঘনিষ্ঠতার সুবাদে ছোটবেলায় তিনি অনেক দিন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে গিয়েছেন। এসময় তিনি রাসেলের সঙ্গে শৈশবে একসঙ্গে খেলাধুলা করার কথা স্মরণ করেন।

মঙ্গলবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেখ রাসেল দিবস উপলক্ষে বিদ্যুৎ ভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিন, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন ভার্চুয়ালি সংযুক্ত থেকে সভায় বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিশুবান্ধব বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 

নিরাপদ ও শিশুবান্ধব বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যে কোনও শিশুর অকাল মৃত্যু রোধ করতে বদ্ধ পরিকর বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ মঙ্গলবার ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে ঘাতকচক্র সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। ঘাতকরা ১০ বছরের রাসেলকে হত্যার মাধ্যমে তাদের নির্মমতা ও পৈশাচিকতা প্রকাশ করেছে। কুচক্রীমহলের চক্রান্ত এখনও চলছে। তারা বাংলাদেশ চায় না, বাংলাদেশের উন্নয়ন চায় না। সম্মিলিতভাবে এদের প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রূপকল্প-২০৪১ দৃঢ়তার সঙ্গে যার যার অবস্থান থেকে অবদান রেখে, বাস্তবায়ন করতে হবে।

প্রতিমন্ত্রী এসময় শেখ রাসেলের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি রোমন্থন করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে পারিবারিক ঘনিষ্ঠতার সুবাদে ছোটবেলায় তিনি অনেক দিন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে গিয়েছেন। এসময় তিনি রাসেলের সঙ্গে শৈশবে একসঙ্গে খেলাধুলা করার কথা স্মরণ করেন।

মঙ্গলবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেখ রাসেল দিবস উপলক্ষে বিদ্যুৎ ভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিন, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন ভার্চুয়ালি সংযুক্ত থেকে সভায় বক্তব্য রাখেন।