শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা
- আপডেট সময় : ১২:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ৪৮১ বার পড়া হয়েছে
ক্রীড়া ডেস্ক: লা লিগার খেলায় এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।
রোববার কর্নেলা এল প্র্যাট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। এই জয়ের ফলে লা লিগার ২৭তম শিরোপা জিতলো বার্সেলোনা।
সবশেষ তারা এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৮-১৯ মৌসুমে।
মপফষন ম্যাচের প্রথমার্ধে ১১ মিনিটে প্রথম গোল পায় বার্সা। লেওয়ানডস্কি এনে দেন গোলটি। এরপর ম্যাচের ২০ মিনিটে গোল করেন বার্সার এলয়ান্দ্রো বালদে। ৪০ মিনিটের মাথায় ম্যাচের তৃতীয় গোল পায় বার্সা। এবারও গোলটি আসে লেওয়ানডস্কির কাছ থেকে। বার্সেলোনা এগিয়ে যায় ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে কুন্দে বার্সেলোনার হয়ে চতুর্থ গোলটি করেন। ৪-০ স্কোরলাইনে এগিয়ে থাকে জাভি হার্নান্দেজের শিষ্যরা। এরপর অবশ্য ব্যবধান কমায় এস্পানিওল। শেষের দিকে দুটি গোল করে ৪-২ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে তারা।
নির্ধারিত সময় শেষে জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় বার্সেলোনা।