শিক্ষক বদলির দাবিতে হাতীবান্ধায় মানববন্ধন
- আপডেট সময় : ০১:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৩১ বার পড়া হয়েছে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ডাক্তার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমিন আক্তারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূনীর্তির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় অভিভাবকগণ।
বুধবার সকালে স্কুলের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে স্থানীয় অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নুরুজ্জামান, নূরনবী, শরিফউদ্দিন ও রাবিউল ইসলাম প্রমুখ।
বক্তাগন বলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘ ১৫ বছর ধরে এ স্কুলে রয়েছে। নাজমিন নাহার অত্র বিদ্যালয়ে দায়িত্ব পালন কালে শিক্ষার গুনগত মান যেমন হয়নি ঠিক তেমনি ব্যক্তিগত লোকজন দিয়ে বিদ্যালয় পরিচালনা করার টাকা দিয়ে উল্লেখযোগ্য তেমন কোন কাজ করা হয়নি।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমিন আক্তার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিদিন স্কুলে সকাল ৯ টায় এসে বিকেল সোয়া ৪ টায় বের হই। কয়েকজন অভিভাবক স্কুলের জমি নিয়ে বিরোধের কারনে আমার বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন। হাতীবান্ধা সহকারী শিক্ষা অফিসার বেলাল হোসেন বলেন, মানববন্ধনের বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাখ//পিব