শাহরাস্তিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ৪৪৩ বার পড়া হয়েছে
মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১অক্টোবর) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এ দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক।
উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সবুজ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, উপসহকারী কৃষি অফিসার মোঃ জামাল হোসেন, ইউএসডব্লিউ মোঃ আওলাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের প্রবীণরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ১৯৯০ সালে থেকে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শাহরাস্তি উপজেলার র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। জাতিসংঘের ১৫ (ঘ) অনুযায়ী প্রবীণ জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ এবং পিতা মাতার ভরণপোষণ আইন প্রণীত হয়। শাহরাস্তি উপজেলার প্রায় ২৫ হাজার প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে অসচ্ছল ১৬ হাজার প্রবীণ বয়স্ক ভাতার অন্তর্ভুক্ত। প্রবীণদের অধিকার নিশ্চিত করতে সরকার ও সমাজসেবা পরিবার দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
বাখ//আর