// মোঃ আল আমিন হোসেন //
সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল বাকী’র ৯ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩মে) শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মির্জা আব্দুল বাকী’র ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর প্রেস ক্লাবের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি’র মধ্যে ছিলো সকাল ৯ঃ৩০ মিনিটে প্রেস ক্লাব চত্বরে বীরমুক্তিযোব্ধা মির্জা আব্দুল বাকী’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারন। সকাল ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম প্রমূখ।