ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে
শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৪২ বার পড়া হয়েছে
// সাগর বসাক, স্টাফ রিপোর্টার //
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের মুক্তিযোদ্ধা কমপেক্সস্থ কার্য এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রস্তুতিমূলক সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি, সাবেক কাউন্সিলর রতন কুমার সরকার, নরেশ সাহা, বিপ্লব সরকার, সাধারন সম্পাদক বাসুদেব দত্ত, সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র দেব, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, সাধারন সম্পাদক ও বাংলা খবর বিডির প্রকাশক মানিক কুমার সরকার, প্রচার সম্পাদক ও বাংলা খবর বিডির স্টাফ রিপোর্টার সাগর বসাক, উৎপল কুন্ডু, তুষার সাহা প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দন কুমার রায় ।
সভায় আগামী বুধবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল ও সুন্দরভাবে পালন করার সিদ্ধান্ত গৃহিত হয় । শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নব-নির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক ।