শাহজাদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে অনশন।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ৪১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
‘ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই এবং ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই স্লোগান সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরে কেন্দ্রীয় কালী মন্দিরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২ টায় এ অনশন কর্মসূচি শুরু হয়ে ২টায় শেষ হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি নিত্যানন্দ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন সহ-সভাপতি ডাঃ রতন কর্মকার, যুগ্ম সাধারন সম্পাদক অসীত কুমার দাশ, আইন সম্পাদক মিন্টু সরকার, শাওন প্রমুখ।
বক্তারা অনশন থেকে সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ করাসহ ২০১৮ সালে সরকার দলীয় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জোর দাবী জানান।