রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন লেনিন একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন জয় বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: ওবায়দুল কাদের ঈশ্বরদীতে গণহত্যায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন  ডামুড্যায় অবৈধ যান চলাচল রোধে মোবাইল কোর্ট  কলমাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ  পরকীয়ার জেরে রূপপুর এনপিপি নিকিমথ কোম্পানির পরিচালকের গাড়ি চালক খুন : এক নারী আটক পানির অভাবে সেঁচ সঙ্কটে ধুকছে বাংলাদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে : মির্জা ফখরুল ‘পরাশক্তিরা পাকিস্তানের পক্ষ নেওয়ায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’ প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক, এটা বদলাতে হবে–আ স ম রব   পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক : রাবি উপাচার্য 

শাহজাদপুরে হযরত শাহ শামসুদ্দীন তাবরেজি (রহ.) এর ওরশ আগামীকাল : সকল প্রস্তুতি সম্পন্ন 

শাহজাদপুরে হযরত শাহ শামসুদ্দীন তাবরেজি (রহ.) এর ওরশ আগামীকাল : সকল প্রস্তুতি সম্পন্ন 

মোঃ শামছুর রহমান শিশির :

আগামিকাল ১লা ফেব্রুয়ারি বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া করতোয়া নদীর তীরে হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) ও হযরত মাওলানা জালাল উদ্দিন রূমী (রহ.) এর মহান ওস্তাদজী, শাহানশাহে তরিকত আউলিয়াকুল শিরমণি জগৎ বরেণ্য সুফী সাধক হযরত শাহ শামসুদ্দীন তাবরেজি (রহ.) এর বাৎসরিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী উক্ত ওরশ শরীফে প্রধান অতিথি করা হয়েছে প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপিকে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওরশ শরীফে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করবেন শায়েখ মুফতি আব্দুর রহমান রেজভী সুন্নী আল ক্বাদরী ছাহেব।

ছদরে মাহফিল খাদেমে মিল্লাত সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ্ ওয়ারেছী পীর ছাহেব ও সার্বিক তত্বাবধানে খেদমতে থাকবেন মখদুমিয়া জামে মসজিদের মোতায়াল্লী সম্পাদক খন্দকার খাজা মাসুম বিল্লাহ।

এছাড়া মহান ওস্তাদজী হযরত শাহ শামসুদ্দীন তাবরেজি (রহ.) এর উক্ত বাৎসরিক ওরশ শরীফে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন পীরে ত্বরিকত আলহাজ্ব মাওঃ আবুল হাশেম মোজাদ্দেদী ছাহেব, মখদুমিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আলী আকবর ছাহেব, সহকারী ইমাম মাওলানা সৈয়দ আবু বক্কর সিদ্দিক ছাহেব, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম ছাহেব, হাফেজ মাওলানা শাহাদৎ হোসেন মুক্তারী ছাহেবসহ ওলামায়ে কেরামগন।

মহান ওস্তাদজীর উক্ত বাৎসরিক ওরশ শরীফের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটি।  উক্ত ওরশ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তগন শাহজাদপুরে এসে সমবেত হয়েছেন। এছাড়া আজ মঙ্গলবার বিকেলে ওরশ শরীফ উপলক্ষে গিলাফ মিছিল করেছেন ভক্তবৃন্দরা।

বা/খ ; এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *