ঋষিপাড়া শ্রীশ্রী কালীমাতা বারোয়ারী মন্দির কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে
শাহজাদপুরে সভাপতি নিখিল : সাধারন সম্পাদক পলাশ নির্বাচিত
- আপডেট সময় : ১২:১৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১২১৪ বার পড়া হয়েছে

// রাজেশ দত্ত ও ভরত সাহা //
ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশের সাথে শাহজাদপুরের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালট ভোটের মাধ্যমে ঋষিপাড়া শ্রীশ্রী কালীমাতা বারোয়ারী মন্দির কমিটির দি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে লিখিল চন্দ্র দাস ১২০ ভোট পেয়ে সভাপতি এবং ১৪৫ ভোট পেয়ে পলাশ কুমার দাস সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী সয়ন কুমার দাস ৮৪ ভোট ও বটেশ্বর কুমার দাস ৬১ ভোট পান।
‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর পৌর শাখার আয়োজনে ও উপজেলা শাখার সহযোগীতায় পৌর পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক এবং সাধারন সম্পাদক ও বাংলা খবর বিডি’র প্রকাশক মানিক কুমার সরকার। এ সময় অন্যান্যের মধ্যে নির্বাচন পরিচালনা পরিষদের ১৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যসহ শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বানী, সাধারন সম্পাদক বাসুদেব দত্ত, প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, কাউন্সিলর আল মাহমুদ প্রামাণিক, জহরলাল হোসেন, মোস্তাফিজুর রহমান পীযূষ, নাজমুল ইসলাম, বাংলা খবর বিডি’র জেনারেল ম্যানেজার মাসুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।