নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে সপ্তবর্ণ ক্যাডেট কোচিং সেন্টার থেকে ৩ কৃতী শিক্ষার্থী ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ায় সপ্তবর্ণ মডেল স্কুলের পক্ষ থেকে তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ রবিবার সকালে শাহজাদপুর পৌর এলাকার ভেরুয়াদহ মহল্লার সপ্তবর্ণ মডেল স্কুল ক্যাম্পাসে কৃতী ৩ শিক্ষার্থী আলিফ হাসান, ঈশান ও লিমনকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সপ্তবর্ণ মডেল স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক মঈন উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক এবং পরিচালক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমরান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসলাম শেখ, স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বা/খ : এসআর।